You dont have javascript enabled! Please enable it! 1971.05.15 | বল্লভপুরের যুদ্ধ, মেহেরপুর - সংগ্রামের নোটবুক

বল্লভপুরের যুদ্ধ, মেহেরপুর

মে মাসের মাঝামাঝি সময়ে মুজিবনগরের বিপরীতে হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের পাশেই নিয়মিত বাহিনীর একশন ক্যাম্প স্থাপন করা হয়। মুজিবনগর এবং এর আশেপাশের গ্রামগুলো রক্ষা করা এই ক্যাম্পের দায়িত্ব। এখান থেকে মুক্তিযোদ্ধারা নিয়মিতভাবে মুজিবনগর, সোনাপুর, ভবেরপাড়া, বল্লভপুর, বাগোয়ান প্রভৃতি গ্রামে টহল দেয়। হাবিলদার আবু তৈয়ব, হাবিলদার মতিন পাটোয়ারী, হাবিলদার শামসুর রহমান, সেপাই মোহম্মদ আলী, আনসার সদস্য বরকত আলি, সফি, মহিসহ মোট ১৫ জন মুক্তিযোদ্ধার একটি দল ২৭ মে বল্লভপুর এলাকার টহলে আসে। নাটুদা ক্যাম্প থেকে পাকবাহিনীর জিপ আসতে দেখে বল্লভপুর বাগোয়ান সড়কের মাঝামাঝি জায়গায় মুক্তিযোদ্ধারা অতর্কিত আক্রমণ চালায়। মাত্র ৫০ গজের ব্যবধানে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। জিপে বসে থাকা সকলেই হতাহত হয়। একজন অফিসার নিহত এবং পাঁচজন অন্যান্য পদবির পাকসেনা নিহত কিংবা আহত হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যে নাটুদা থেকে পাকবাহিনীর একটি ডজ ও একটি তিন টনের ট্রাক ঘটনাস্থলে এসে সকল মৃতদেহ এবং আহতদের তুলে নিয়ে চলে যায়। পড়ে থাকে জিপ। শক্রপক্ষের হালকা ও ভারী মেশিনগানের প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে মুক্তিবাহিনীকে পিছু হটতে হয় বটে, কিন্ত পাকসেনারা চলে যাবার পরপরই তারা ফিরে এসে জিপগাড়িটি নিয়ে যায়। এ সময় তাদের দখলে আসে একটি সাবমেশিনগান, গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ, একটি বাইনোকুলার একটি মার্ক ফোর রাইফেল। মুক্তিযোদ্ধাদের শুধু মাত্র একটি হালকা মেশিনগানের ম্যাগাজিন হারিয়ে যায়। দখলকৃত জিপ গাড়িটি বেতাই সাবসেক্টর সদরে জমা দিয়ে আসা হয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত