You dont have javascript enabled! Please enable it!

বড়লেখা সড়ক অপারেশন, মৌলভীবাজার

পাকসেনা বড়লেখা-বিয়ানীবাজার সড়কপথে টহল দিতো আর চালাতো নির্বিচারে লুটপাট ও নারী নির্যাতন। ফলে নারকীয় কর্মকাণ্ডের জন্য বিএলএফ বাহিনী নিয়ে দলনেতা আজিজুল কামাল ও সহকারী মোসাব্বির বেগসহ মনিরউদ্দিন, মজির উদ্দিন, শফিকুর রহমান, ধীরেন্দ্র কুমার দে, সবুজ মিয়া ও আবদুল বারী, ফয়সল আহমদ, মাহমুদ আলী, আমানউদ্দিন এবং খালেদ আহমদ অপারেশন চালান। অত্যাধুনিক অস্ত্র সজ্জিত ৮ জন পাকসেনা সকাল ৮টায় এগিয়ে এলে গর্জে ওঠে মুক্তিযোদ্ধাদের হাতের অস্ত্র। প্রায় ১ ঘন্টা চলে গোলাগুলি। ল্যান্স নায়েক মামুন আনসারী মুক্তিবাহিনীর হাতে গ্রেফতার হয় এবং ৭ জন পাকসেনা পালিয়ে প্রাণ বাঁচায়।
[১২] গোপাল দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!