বংশী নদীতে হামলা, ঢাকা
৩ অক্টোবর, মানিক গ্রুপের মুক্তিযোদ্ধারা সাভার থানাধীন বংশী নদীতে পাক-সৈন্যদের জন্য খাদ্য-রসদ বহনকারী একটি বড় নৌকায় হামলা চালায়। ঐ নৌকায় ছিল শীনগর থানার ওসি, ১১ জন পাক পুলিশ এবং ২০ জন রাজকার। এই আক্রমণে শক্রপক্ষের ৩০ জন মারা যায়। মুক্তিযোদ্ধাদের একজন আহত হয়। মুক্তিযোদ্ধারা ৯টি ৩০৩ রাইফেল উদ্ধার করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত