বগাদি অপারেশন, নারায়ণগঞ্জ
মুক্তিযোদ্ধারা আগেই সংবাদ পান। ৭ই নভেম্বর গোপালদীতে মেঘনা নদীর ওপর দিয়ে দুইশো-আড়াইশো পাকসেনা রশদ ও গোলাবারুদ নিয়ে লঞ্চে নারায়ণগঞ্জের আরাইহাজার থানার আর্মি ক্যাম্পে প্রবেশ করবে। আর কিছু পাকসেনা মার্চ করতে করতে নদীর পাড় ঘেঁষে থানার দিকে আসছিল। এমন সময় বগাদি নামক স্থানে মঞ্জুর হোসেনের নেতৃত্বে সহকারী থানা কমান্ডার মো. ওয়াজউদ্দীন মুজিব বাহিনীর গ্রুপ কমান্ডার মো. শামসুল মোল্লা, মো. রেজাউল করিমসহ ১৫ জন মুক্তিযোদ্ধা এমবুশ করেন। উভয় পক্ষে তুমিল গোলাগুলির এক পর্যায়ে হানাদাররা মঞ্জুরকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার মাথার খুলি উড়ে যায়। সেখানেই মঞ্জুর হোসেন শাহাদাত বরণ করেন। পাকবাহিনীর পক্ষে প্রায় ৪০/৪৫ জন হতাহত হয়। এই অপারেশনের ফলে হানাদার বাহিনী আড়াইহাজার থানায় প্রবেশ করতে পারেনি।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত