ফুলছড়ি অ্যামবুশ, গাইবান্ধা
পাকবাহিনীর ১৯টি বিরাট নৌকা আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের রসদপত্র নিয়ে ঢাকার সাভার থেকে রওয়ানা দিয়ে ফুলছড়ি ঘাটের কাছাকাছি পৌছলে জলপথের অতন্দ্র প্রহরারত মুক্তিবাহিনীর বীর সেনাগণ ক্যাপ্টেন আ. হামিদের নেতৃত্বে উক্ত রসদ বোঝাই নৌকাগুলিকে অবরোধ করে এবং মুক্ত অঞ্চলের প্রশাসকের নিকট অর্পণ করে।
[৬৩২] ডা. মোঃ মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত