বইটিকর অ্যাম্বুশ, সিলেট
সিলেটের গোলাপগঞ্জ থানার অধীনে একটি গ্রাম্য বাজার বইটিকর। এপ্রিল মাসে পাকিস্তানী সৈন্যরা মুক্তিবাহিনীকে মোকাবেলা করার মধ্যে সুরমার উভয় পার থেকে একযোগে বইটিকরের উপর আক্রমণ করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। এদিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে থেকে ক্যাপ্টেন আজিজ ২ ইস্ট বেঙ্গলের একটি কোম্পানি (সি কোম্পানি) অবস্থান করে এখানে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানী বাহিনীর এই অতর্কিত আক্রমণ প্রতিহত করার প্রাণপণ চেষ্টা চালায়। এ যুদ্ধে অন্যদের সাথে সাহসী ভূমিকা পালন করেন মুক্তিযোদ্ধা তোতা মিয়া, রসিব আলী, শামসুদ্দিন, আরমান আলী, শামসুদ হুদা, আলতাফ মিয়া, শফিক আহমদ, আব্দুস সামাদ, আবুল কালাম, হারুন, সৈয়দ মোস্তফা কামাল ও আব্দুল জব্বার, কিন্ত অস্ত্র ও প্রশিক্ষণের অভাবে তারা ৫ ঘন্টার বেশি সম্মুখযুদ্ধে পাকিস্তানী বাহিনীর কাছে টিকতে পারেনি। ফলে তারা পিছু হটতে বাধ্য হয়।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত