ফারুয়ায় পাকবাহিনীর আক্রমণ প্রতিহত, চট্টগ্রাম
চট্টগ্রামের মধ্যে ও পার্শ্ববর্তী দেশ ভারতের কাছাকাছি একটি সীমান্ত এলাকা হলো ফারুয়া। ২২ অক্টোবর দিন, ২:৩০ মিনিটে আনুমানিক ২৮০ জন মুক্তিযোদ্ধার দল নিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য ভারতে যাবার পথে ফারুয়া স্থানে পাকবাহিনীর আক্রমণের শিকার হন। আক্রান্ত হবার সময় তারা পাহাড়ের উপর ছিলেন। প্রথমে তারা কৌশলগত কারণে পাকবাহিনীর উপর গ্রেনেড চার্জ করেন ও গুলিবর্ষণ করেন। অন্যদিকে পাকসেনারা তিন দিন থেকে তাদের ঘিরে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা বিকল্প পথে পিছু হটে যেতে বাধ্য হয়। এই যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন ও ৭৩ জন বন্দী হন। এখানে পাকসেনাদেরও দুজন নিহত হয়। অসতর্ক হবার কারণে এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক ক্ষতি হয়েছিল।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত