ফিরিঙ্গিবাজার ট্রান্সফরমার ধ্বংস, চট্টগ্রাম
মুক্তিযোদ্ধা রফিকের নেতৃত্বে ডা. রবিন, আক্তার প্রমুখ মুক্তিযোদ্ধা সন্ধ্যায় ছদ্মবেশে ট্রান্সফরমারের পার্শ্বের রাস্তায় পায়চারি করতে থাকেন। লোক চলাচল কমে এলে দ্রুত ট্রান্সফরমারে বিস্ফোরক স্থাপন করে কর্ডটিকে টেনে গলির মধ্যে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত