You dont have javascript enabled! Please enable it! পোমরা ইলেকট্রিক পাইলন ধ্বংস, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পোমরা ইলেকট্রিক পাইলন ধ্বংস, চট্টগ্রাম

পোমরার ইলেকট্রিক পাইলন ছিল কর্ণফুলী নদীর উত্তর দিকে। পোমরার পূর্ব দিকে হলো পাহাড়তলী এলাকা আর পশ্চিম দিক রাঙ্গুনিয়া থানা অবস্থিত। এখানে হাইড্রো-ইলেকট্রিক পাইলনকে ধ্বংস করে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি জানান দেওয়ায় হয় এই অভিযানের উদ্দেশ্য। এই অভিযান সেপ্টেম্বর মাসে কমান্ডার নাসির ও ক্যাপ্টেন করিমের নেতৃত্বে হয়। ৩০/৩২ জনের মতো একটি দল দুই ভাগে ভাগ হয়ে বড় দলটি পাহারা দেওয়ার জন্য, পাইলনের সামনের রাস্তায় অবস্থান নেন। অপর দলটি হ্যাকস বে-ডে দিয়ে পাইলনের সমস্ত জয়েন্ট কেটে দিয়ে এরপর পাইলন গুলিতে বিস্ফোরণ লাগিয়ে অতিদ্রুত নিকটবর্তী টিলার উপর চলে আসেন। এই অভিযানে মনসুর সিদ্দিকী ছাড়াও গোলাপুর রহমান ছিলেন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত