You dont have javascript enabled! Please enable it!

ফকিরহাটে রাজাকার ও পাকসেনাদের ওপর অভিযান, মিরসরাই

মিরসরাই থেকে ৪ কি.মি. দক্ষিণে নিজামপুর কলেজ। এর থেকে আধ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম ট্র্যাংক রোডের পূর্ব পাশে অবস্থিত। ৯ অক্টোবর দলনেতা নুরুন্নবী ও ১৭ জন মুক্তিযোদ্ধা এই অভিযান পরিচালনা করেন। তারা ২ দলে বিভক্ত হন। ১ম দলে ১০জন মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের কাছে ১টি এলএমজি ও ৩০৩ রাইফেল ছিল। এরা অবস্থান নেন গাছবাড়িয়া গ্রামের কাছে। এরপর রাজাকারদের উপর এমবুশ করবেন। ২য় দলটিতে ৭ জন ছিল এরা পুকুর পাড়ে অবস্থান নেন। রাজাকারদের সাহায্যকারী পাকসেনাদের উপর আক্রমণ করবেন। সকাল ৮টার দিকে ১০/১২ জনের রাজাকার দল আসলে মুক্তিযোদ্ধারা তাদের উপর গুলিবর্ষণ করেন। রাজকাররও গুলিবর্ষণ করে ও পালিয়া যায়। ইতোমধ্যে পাকবাহিনী এসে হাজির হয় ও গুলি করতে থাকে। এ অবস্থায় মুক্তিযোদ্ধারা পিছুহটে। মুক্তিযোদ্ধা শাহ-আলম এলএমজি নিয়ে টেলিফোন খুঁটির আড়ালে পাক সেনাদের উপর গুলিবর্ষণ কালে গুলিবিদ্ধ হন ও শহীদ হন। অবস্থান নেয়া অন্য গ্রুপটিও পাকদের সাথে যুদ্ধে লিপ্ত হন। পাকবাহিনী কিছুক্ষণ যুদ্ধ করার পর পিছু হটে যায়। মুক্তিযোদ্ধারাও পড়ে আস্তানায় প্রত্যাবর্তন করেন।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!