পাথরঘাটা ট্রান্সফরমার অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার পাথরঘাটা এলাকায় ট্রান্সফরমার ধ্বংস করার পরিকল্পনা করা হয় মূলত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে প্রতিদিনের কাজে বিঘ্ন ঘটানোর জন্য ও পাক সমর্থকদের মনে ভীতি সঞ্চার করার জন্য। ২৯ অক্টোবর কেসি-২ গ্রুপের মুক্তিযোদ্ধা বেনু, কামাল ও শ্যামা দাশ নামে তিনজন ভোর রাতে ট্রান্সফরমারের ৩০/৪০ গজ সামনে অবস্থান নেন। বেনু মিয়া পাহারা দেন যে পাকসেনারা আসলে খবর দিবেন। শ্যামা দাস ও কামাল বৈদ্যুতিক পাইলনে বিস্ফোরক স্থাপন করেন ও ফিউজে অগ্নিসংযোগ করেন (আযান দেওয়ার সাথে সাথে)। পরে দ্রুত স্থান ত্যাগ করেন ও গলির মুখে এসে দাঁড়ান। পাকসেনারা শব্দ শুনে এলোপাথাড়ী গুলি করে। মুক্তিযোদ্ধারা তখন জেলে পাড়ায় ঢুকে পড়েন। এখানে জেলেরা মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতে চাইলে গ্রেনেড বিস্ফোরণ করে ত্রাস সৃষ্টি করেন ও পালিয়ে আসেন মুক্তিযোদ্ধারা।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত