৮ এপ্রিল ১৯৭১ঃ এ.এস.এম. সোলায়মানের বিবৃতি
প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি এ.এস.এম. সোলায়মান ঢাকায় এক বিবৃতি কালবিলম্ব না করে পূর্ব পাকিস্তানের জনগণকে সমাজ ও রাষ্ট্রবিরোধীদের প্রতিরোধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি ভারতীয় বেতারের দুরভিসন্ধিমূলক প্রচারে কান না দেয়ার জন্য পাকিস্তানের দেশপ্রেমিক জনগনের প্রতি আহবান জানান। লাহোর প্রস্তাবের উপস্থাপক একে ফজলুল হক আজিবন অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিলেন। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সকল আন্তজার্তিক শালীনতার খেলাপ বিশেষ। তিনি বলেন গত নির্বাচনে জনগন ইসলামী রিতি মেনে শোষণ মুক্ত একটি গনতান্ত্রিক সমাজ গঠনের পক্ষে রায় দেয়। দেশকে টুকরো টুকরো করে ফেলার জন্য রায় দেয়নি। কারন এদেশের জনগন অতীতে বহু ত্যাগ স্বীকার করছে।