You dont have javascript enabled! Please enable it! পাকিস্তান শিপিং কোম্পানি অফিস সংলগ্ন বিদ্যুৎ সাবস্টেশনে অভিযান, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পাকিস্তান শিপিং কোম্পানি অফিস সংলগ্ন বিদ্যুৎ সাবস্টেশনে অভিযান, চট্টগ্রাম

পাকিস্তান শিপিং কোম্পানি আগ্রাবাদ এলাকা ও কমার্স কলেজ এর মাঝামাঝি অবস্থিত। এর উত্তর দিকে মোগলটুলি অবস্থিত। কেসি-৩ দলের কমান্ডার ডা. মাহফুজুর রহমান, ফয়জুর রহমান, গরিবুল্লাহ, মোঃ শফি, তোফাজ্জল হোসেন প্রমুখ এই অভিযান শুরু করেন। এখানে শিপিং কোম্পানি ও পাক নৌবাহিনীর মধ্যে ১টি সভা হওয়ার কথাম যেখানে জাপানি প্রতিনিধি দল উপস্থিত থেকে বানিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে। মুক্তিযোদ্ধাদের উপস্থিত জানান দেওয়ার জন্যই এই অভিযান করা হয়। মুক্তিযোদ্ধাদের ১ গ্রুপ ট্যাক্সিতে করে বিদ্যুৎ স্টেশনের পাশে এসে দেখেন পাক সেনা টহল দিচ্ছে স্টেশন, (উল্লেখ যে বিস্ফোরক জুতার প্যাকেটে করে আনা হয় যাতে কেউ সন্দেহ না করে)। কোনো এক ফাঁকে মুক্তিযোদ্ধারা বিদ্যুৎ সাব স্টেশনে প্রবেশ করেন। তারা একজন বাঙালি ও একজন পাকিস্তানী গার্ডকে বন্দি করেন। অতি দ্রুত সাব স্টেশনে বিস্ফোরক স্থাপন করা হয়। অতঃপর কর্ডে আগুন দিয়ে তারা সকলে স্থান ত্যাগ করেন। যথাসময়ে বিস্ফোরণ ঘটে ও পাকবাহিনীর সাথে যে বাণিজ্যিক সভা হওয়ার কথা ছিল তা পণ্ড হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের এই অভিযানে সাবস্টেশনের যথেষ্ট ক্ষতি সাধিত হয়।
[৫৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত