You dont have javascript enabled! Please enable it! পটিয়ার খোয়াজনগরে রাজাকার ও ডাকাত ক্যাম্পে অপারেশন, চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

পটিয়ার খোয়াজনগরে রাজাকার ও ডাকাত ক্যাম্পে অপারেশন, চট্টগ্রাম

পটিয়ার খোয়াজনগর এলাকায় এক ইনফরমার মুক্তিযোদ্ধাদের জন্য হুমকিস্বরূপ হয়ে দেয়া দেয়। অন্যদিকে ঐ এলাকায় কিছু ডাকাত মুক্তিযোদ্ধাদের নামে ডাকাতি করছিল। ক্যাপ্টেন করিমের নেতৃত্বে রাত ১২টার দিকে ৩০/৩২ জন মুক্তিযোদ্ধা দল রওনা দিয়ে ১টার দিকে এলাকায় পৌঁছান। এরপর তারা গিয়ে ইনফরমারকে ঘিরে ফেলেন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর তারা গিয়ে ইনফরমারকে ঘিরে ফেলেন এবং তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর ডাকাত দলের বাড়িতে গিয়ে তাদেরকেও ধরা হয় এবং খালের পাড়ে এলে তাদের গুলি করা হয়। এভাবে মুক্তিযোদ্ধাদের প্রভাব প্রতিষ্টিত হয় ঘোয়াজনগার।
[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত