You dont have javascript enabled! Please enable it!

পয়ালগাছা যুদ্ধ, কুমিল্লা

১৮ সেপ্টেম্বর পয়ালগাছা এলাকার বটতলী নামক স্থানে নারায়ণপুর গ্রামে পাকবাহিনী মুক্তিবাহিনীর ঝাটিকা আক্রমণ সম্মুখ যুদ্ধ হয়। ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর ৫ জন বীর সন্তান শহীদ হন। পাক বাহিনীর ২ জন জুনিয়ার অফিসারসহ ৫ জন নিহত হয়। এ সংবাদটি বি,বি,সি থেকে প্রচার করা হয়। এ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা হলেন সিরাজুল ইসলাম, কাজী আরিফ হোসেন, আবদুল রব, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম।
[১৮] আবুল কাশেম হৃদয়

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত