পয়ালগাছা যুদ্ধ, কুমিল্লা
১৮ সেপ্টেম্বর পয়ালগাছা এলাকার বটতলী নামক স্থানে নারায়ণপুর গ্রামে পাকবাহিনী মুক্তিবাহিনীর ঝাটিকা আক্রমণ সম্মুখ যুদ্ধ হয়। ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর ৫ জন বীর সন্তান শহীদ হন। পাক বাহিনীর ২ জন জুনিয়ার অফিসারসহ ৫ জন নিহত হয়। এ সংবাদটি বি,বি,সি থেকে প্রচার করা হয়। এ যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা হলেন সিরাজুল ইসলাম, কাজী আরিফ হোসেন, আবদুল রব, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত