You dont have javascript enabled! Please enable it!

নূরপুর আক্রমণ, হবিগঞ্জ

নূরপুর হবিগঞ্জ সদর থানার দক্ষিণ-পশ্চিমে একটি ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ-আখাউড়া রেল স্টেশনটি নূরপুর নামক স্থান অতিক্রম করে শাহাজীবাজার হয়ে আখাউড়ার দিকে অগ্রসর হয়েছে। মুক্তিযুদ্ধাকালীন সময়ে ৩নং সেক্টরের হেড কোয়ার্টার তেলিয়াপাড়ার সাথে লাখাই হবিগঞ্জ ভাটি অঞ্চলের যোগাযোগ রাস্তা হিসেবে এ এলাকা ব্যবহৃত হতো। এখানে পাক মিলিশিয়াদের একটি শক্তিশালী ক্যাম্প ছিল। শফিকুল হোসেন চৌধুরীর নেতৃত্বে ইলিয়াস কামালসহ ৪০/৫০ জন মুক্তিযোদ্ধাদের নিয়ে আগস্ট মাসের ২৯ তারিখ ক্যাম্পটি আক্রমণ করেন। এক পর্যায়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০/১২ জন চা শ্রমিক শহীদ হন। তবে পাক মিলিশিয়াদেরও অনুরূপ সংখ্যক সৈন্য নিহত হয়। শায়েস্তাগঞ্জ ও শাহজিবাজার থেকে পাকিস্তানী বাহিনী মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেললে মুক্তিযোদ্ধারা লাখাই থানায় চলে গিয়ে শক্রমুক্ত করে। এসময় আবেদা বেগম নামে একজন মহিলা মুক্তিযোদ্ধা লাখাই থেকে শৈলজোড়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!