You dont have javascript enabled! Please enable it! 1971.11.12 | নেপালতলী ব্রিজের অ্যাম্বুশ, বগুড়া - সংগ্রামের নোটবুক

নেপালতলী ব্রিজের অ্যাম্বুশ, বগুড়া

নেপালতলী ব্রিজের অবস্থান বগুড়া জেলার জেলার গাবতলী উপজলেয়ার প্রায় ৪ কিলোমিটার পূর্বে। সারিয়াকান্দিতে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে বিপন্ন পাকবাহিনীকে সহায়তা করার জন্য গাবতলী সদর থেকে পাকবাহিনীর একটি প্লাটুন সারিয়াকান্দি অভিমুখে ১২ নভেম্বর,১৯৭১ রওনা হয়। মুক্তিযোদ্ধারা গোয়েন্দা মারফত এই খবর জানতে পেরে কমান্ডার মোঃ মোখলেছুর রহমান এবং কমান্ডার আব্দুস সবুর সওদাগরের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল নেপালতলী ব্রিজের পূর্বপার্শ্বে অবস্থান গ্রহণ করে। পাকবাহিনী নিকটবর্তী হলে মুক্তিযোদ্ধারা গুলিবর্ষণ শুরু করলে পাকবাহিনীও পাল্টা গুলি করে। দীর্ঘ সময় গুলিবিনিময়ের পর এক পর্যায়ে পাকসেনারা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে পাকিবাহিনীর পক্ষে কেউ হতাহত না হলেও মুক্তিযোদ্ধাদের পক্ষে মোঃ মোখলেসুর আহত হন।
{৫৯৭] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত