নারায়ণহাট অপারেশন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার থানা মিরসরাই নাজিরহাট মস্তান নগর এলাকার মধ্যে অবস্থিত নারায়ণহাট এলাকা। নারায়ণহাটে পাক সেনাদের অবস্থান ছিল বিধায় অভিযান প্রয়োজন ছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ ইসহাক ও নুরুল আসাবের নেতৃত্বে ভারত থেকে আসার সময় তারা জানতে পারেন যে নারায়ণহাটে পাক সেনারা অবস্থান করছে। তখন মুক্তিযোদ্ধারা ৩ দলে বিভক্ত হয়ে আক্রমণের সিদ্ধান্ত নেন। ১ম দল নারায়ণহাটের মাদ্রাসা স্কুলের পিছনে শক্র দলের চলাচলের জায়গায় অবস্থান নেন। ২য় দল শক্রদলকে প্রলুব্ধ করে আক্রমণ স্থানে নিয়ে আসেন, ৩য় দল রাত আনুমানিক ৮টার দিকে আক্রমণের প্রস্তুতি নেন। তবে রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা জেনে ফেলার ফলে পিছু হটে এরা রাতেই এই স্থান থেকে পালিয়ে যায়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত