নিমাইর পুল অপারেশন, বড়লেখা
বড়লেখা শাহবাজপুর সি,এন্ড বি সড়কের নিমাইর পুল অপারেশন সফলভাবে সম্পন্ন করে গেরিলা মুক্তিযোদ্ধারা। সেপ্টেম্বর মাস থেকে গেরিলা আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায়। এ সময়ে ক্যাপ্টেন মুসলিমউদ্দিন ও আনসার মুজাহিদ কমান্ডার মস্তকিন আলীর নেতৃত্বে শতাধিক গেরিলা মুক্তিযোদ্ধা নিমাইর পুল অপারেশনে অংশ গ্রহণ করে। রাত ৮ ঘটিকায় ৫নং বি,ও,সি ক্যাম্প থেকে রওয়ানা দেন মুক্তিযোদ্ধারা। কয়েক ঘন্টা হাটা পথ অতিক্রম করে গন্তব্যে পৌছেন তাঁরা। এ সময় কয়েকজন রাজাকার পাহারায় ছিল এ পুলটিরও। মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা পরিকল্পনা মাফিক উপদলে বিভক্ত হয়ে ঘিরে ফেলেন পুল। তারপর গুড়িয়ে দেয়া হয় পুলটি। নিরাপদে ক্যাম্পে প্রত্যাবর্তন করে মুক্তিযোদ্ধারা। এ অপারেশনে মেজর আমিনুল হকের নেতৃত্বাধীন গেরিলা দলের কয়েকজন গেরিলা যোদ্ধা অংশ নিয়েছিলেন।
[৯৩] মোস্তফা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত