নারায়ণগঞ্জ সাইলোতে জাহাজ ধ্বংস
শীতলক্ষ্যা নদীর পাড়ে সাইলোতে নারায়ণগঞ্জের বন্দর থানার কাইতখালির নেভাল এস কে আব্দুস সোবহানের নেতৃত্বে সেপ্টেম্বরের শেষে অপারেশন হয়। তাকে সহযোগিতা করেন আইয়ুব আলী, লিয়াকত প্রমুখ নেভাল মুক্তিযোদ্ধারা। একটি বড় জাহাজ নদীর তীরের দিকে এগিয়ে আসছিল, সাথে এগিয়ে আসছিল পাক আর্মির আরেকটি জাহাজ। নেভাল এ কে আব্দুস সোবহান তাঁর সহযোদ্ধাদের নিয়ে নদীতে নেমে পড়েন। জাহাজের গায়ে ম্যাগনেট বোমা ফিট করে ফিরে আসার পর তা বিস্ফোরিত হয়। নৌ-কমান্ডোদের কভার দেন বন্দর থানার মুজিব বাহিনীর গ্রুপ কমান্ডার আব্দুর রশীদের দল। এই অপারেশনে ১০/১২ জন পাক আর্মি মারা যায় এবং জাহাজটি ডুবে যায়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত