You dont have javascript enabled! Please enable it! নারায়ণগঞ্জের বিশ্ব গোডাউনের গমের জাহাজ অপারেশন - সংগ্রামের নোটবুক

নারায়ণগঞ্জের বিশ্ব গোডাউনের গমের জাহাজ অপারেশন

সেপ্টেম্বর মাসের শেষ দিকে একদিন রাতে কমান্ডো আবিদুর রহমান আবীদ মতিউর রহমান, জসীম, খোকনসহ ১০ জনের একটি দল নিয়ে তারাবো ঘাটের ভাটি অঞ্চলে আসেন। উদ্দেশ্য নারায়ণগঞ্জের বিশ্ব গোডাউনের দুটি জাহাজ ধ্বংস করা। বিশ্ব গোডাউনের পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে এসে দু’টি দলে ভাগ হয়ে একদল আবিদুর রহমান আবীদের নির্দেশে নদীর পশ্চিম পাড় দিয়ে পানিতে নেমে পড়েন। অন্যদলের ৩/৪ জন ধান ক্ষেতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সহযোদ্ধাদের কভার দেন। নদীর পূর্ব পাড় দিয়ে হরিপুর সংলগ্ন নদীর পাড়ে দাঁড়িয়ে মো. জয়নুল আবেদীন, নুরুল ইসলাম, আবিদুর রহমানসহ নেভাল কমান্ডোদের কভার দেন। নৌ-কমান্ডোর জাহাজে মাইন লাগিয়ে নিরাপদ স্থানে ফিরে এলে জাহাজ দুটি ধ্বংস হয়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত