You dont have javascript enabled! Please enable it! 1971.06.14 | নাজিরাকোণায় যুদ্ধ, চুয়াডাঙ্গা - সংগ্রামের নোটবুক

নাজিরাকোণায় যুদ্ধ, চুয়াডাঙ্গা

১৪ জুন, বুড়িপোতা সীমান্তে শালিখা (আলমডাঙ্গা) গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন পাকসৈন্যদের হাতে ধরা পড়ে। সে অনুসারে বাহিনীর সদস্য ছিল। এ দিন বিকালে নাজিরাকোণায় মুক্তিবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকবাহিনীর বেশ কয়েক জন সদস্য হতাহত হয়। পরদিন পাকসৈন্যরা হরিরামপুরের অনেকগুলো ঘরে আগুন ধরিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয়ার অপরাধে এসব বাড়িতে আগুন লাগানো হয়। এ অবস্থায় মুক্তিযোদ্ধারাও পাকবাহিনীকে আক্রমণ করে। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলি বিনিময় হয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত