You dont have javascript enabled! Please enable it! 1971.10.02 | নাটিয়াপাড়া (ইসলামপুর) পুল ধ্বংস, টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

নাটিয়াপাড়া (ইসলামপুর) পুল ধ্বংস, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর থেকে দক্ষিণ-পূর্বে বাসাইল থানায় নাটিয়াপাড়া অবস্থিত। ক্যাপ্টেন ফজলুর রহমানের নেতৃত্বে একটি দল ২ অক্টোবর নাটিয়াপাড়া পুল ধ্বংসের উদ্দেশ্যে পুলের প্রতিরক্ষায় নিয়োজিত রাজাকারদের উপর হামলা চালায়। পুল থেকে রাজাকারদের বিতাড়িত করে আট-দশটি রাইফেল, হাজার তিনেক গুলি, কুড়িটি গ্রেনেড উদ্ধার করতে পারলেও এখানে মুক্তিবাহিনীর বীর যোদ্ধা ইব্রাহীম শহীদ হন এবং ছানুসহ অন্যজন সামান্য আহত হয়। শহীদ ইব্রাহীম ছিল ইপিআর এর নায়েক। মর্টার থেকে গুলি ছোড়ার সময় শক্রর একটি গুলি তার বুকে বিদ্ধ হলে সাথে সাথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেতু দখলের লড়াইয়ে তিনজন রাজাকারও নিহত হয়।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত