নাটোর সদর থানার যুদ্ধ, নাটোর
নাটোর সদরে পাকিস্তানী বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর সম্মুখযুদ্ধ হয় ১২ এপ্রিল। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানী বাহিনীর একটি বড় দল ঝলমলিয়া এলে ঐদিন সকাল এগারোটায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানীবাহিনীর ভারি ও আধুনিক অস্ত্রের মুখে টিকতে না পেরে মুক্তিবাহিনী এরপর নাটোর দখল করে নেয়। ঐদিনই ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে তারা কাঁঠালবাড়িতে ৫০ জনকে হত্যা করে। পাকিস্তানীবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর কার্যত বড় ধরনের সংঘর্ষ সদর থানায় খুব কমই হয়েছে।
[৭] রণেন্দ্র চন্দ্র রায়, এম.জাহিদুল হক ফরহাদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত