নারচি ও কুস্তা গ্রামের যুদ্ধ, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন নারচি এবং কুস্তা পাশাপাশি অবস্থিত দু’টি গ্রাম। এ এলাকার মুক্তিযোদ্ধারা হঠাৎ খবর পায় যে, কয়েকজন পাকসেনাকে নারচি গ্রামের পাশে চলাচল করতে দেখা গেছে। এ খবর শুনে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের টহল দলের ওপর আক্রমণের পরিকল্পনা নেন। ১৯৭১ সালের ২৮ নভেম্বর পাকসেনারা নারচি গ্রাম ছেড়ে যখন কুস্তা গ্রামের মাঝখানে আসে তখন মুক্তিযোদ্ধারা অতর্কিতে তাদের উপর আক্রমণ করে। কিন্ত পাকসেনারা পাল্টা ফায়ার করে পালিয়ে যায়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা মুনসুর আলম ও লে. কমান্ডার (বি এন) গিয়াসউদ্দিন এর নেতৃত্বে দুই দল মুক্তিযোদ্ধা অংশ নেন।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত