You dont have javascript enabled! Please enable it!

নরসিংদী টি এন্ড টি ভবন অপারেশন

নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টি এন্ড টি ভবনে ১৯৭১ সালে পাকসেনারা একটি বেস ক্যাম্প গঠন করেছিল। ১২ ডিসেম্বর ভারতীয় সেনাদের হেলিড্রপ অপারেশনের ফলে নরসিংদী সদর স্বাধীনতা লাভ করে। কিন্ত তখনও হয়তো অনেক পাকসেনা ব্যাপারটি সঠিকভাবে মেনে নিতে পারে নি। তাই তারা তখনও টি এন্ড টি ভবনের ক্যাম্পে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা মজনু মৃধার একটি দল, মনিরুজ্জামান ছোট্টর একটি দলসহ সদর মুক্তিযোদ্ধারা একত্রে চারদিক থেকে টি এন্ড টি ভবনটি ঘিরে ফেলে। মজনু মৃধা উচ্চস্বরে বারবার পাকসেনাদের উদ্দেশ্যে বলতে থাকে যে , “ দেশ মুক্ত হয়ে গেছে এবং আমরা তোমাদের চারদিক থেকে ঘিরে রেখেছি। অতএব তোমরা আত্মসমর্পণ কর”। একপর্যায়ে বিনা যুদ্ধে টি এন্ড টি বেস ক্যাম্পে অবস্থানরত সকল পাকসেনা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং তাদেরকে ভারতীয় সেনাদের কাছে যুদ্ধবন্দী হিসেবে হস্তান্তর করা হয়। টি এন্ড টি ভবনের এই পাকসেনা ক্যাম্পটি থেকে পরবর্তীকালে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
[৫৯৪] তানজিলা তাওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!