নাইওর পুল ট্রান্সফর্মার ধ্বংস, সিলেট
সিলেটের তামাবিল, বন্দর বাজার, জিন্দাবাজার, কুমারপাড়া নামে এ চারটি রাস্তার মিলনস্থলের নাম নাইওর পুল। ২৮ মে এই নাইওর পুল ট্রান্সফর্মার ধ্বংস করা হয়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন মুক্তিবাহিনীর দলনেতা আলী ওয়াকিউজ্জামান, ছাত্রলীগ নেতা নিজামউদ্দিন ভূঁইয়া, কুমিল্লার একজন ছাত্র আশরাফ হোসেন এবং কুমিল্লার রেবতী। ২৮ মে রাত একটা পনের আলী ওয়াকিউজ্জামান ও নিজাম উদ্দিন ভুঁইয়া টিনাগড় মুখী সড়কের উত্তর পাশে ১৫ ফুট উচ্চতায় অবস্থিত বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরক রাখেন। অন্যদিকে আশরাফ ও রেবতী রাস্তার দক্ষিণ পাশে টেলিফোনের ডি পি বক্সে বিস্ফোরক রাখেন। উভয়ই আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এরপর সুকৌশল মুক্তিবাহিনী চলে যান।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত