নরসিংদীতে ভারতীয় সেনাদের হেলিড্রপ অপারেশন
১৯৭১ সালের আনুমানিক ১২ অথবা ১৩ ডিসেম্বর এক ফোরসের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৩১১ মাউন্টেন ব্রিগেড একত্রে পদব্রজে রায়পুরা হতে ঢাকা অভিমুখে রওনা হয়। আর এর লিংআপ অপারেশন হিসেবে ভারতীয় সেনাদের হেলিড্রপ অপারেশন পরিচালিত হয়। ভারতীয় সেনাদের উদ্দেশ্য ছিল ঢাকা অভিমুখে যাত্রাকারী এক ফোরস ও ৩১১ মাউন্টেন ব্রিগেড যাতে পথিমধ্যে নরসিংদী সদরকে শক্র মুক্ত করা। ১৯৭১ সালের ১২/১৩ ডিসেম্বর ভারতীয় সেনাদের ৭টি হেলিকপ্টার নরসিংদী শহরের দক্ষিণ-পূর্ব আকাশে মহিশাষুরার এলাকাতে উড়তে থাকে। পরে হর খাবিরা গোরস্থানে ভারতীয় সেনাদের হেলিড্রপের মাধ্যমে নামিয়ে দেওয়া হয়। ভারতীয় সেনারা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি দল যথাক্রমে খাটে হারা ও পাচদোনা ব্রিজের দিকে যেতে থাকে। পথিমধ্যে বিভিন্ন জায়গাতে পাকসেনাদের সাথে ভারতীয় সেনাদের যুদ্ধ হয়। এসব যুদ্ধে পাকসেনারা পরাজিত হয়। এভাবে ভারতীয় সেনাদের সহায়তায় নরসিংদী সদর ১৯৭১ সালের ১২ ডিসেম্বর শক্রমুক্ত হয়। যুদ্ধবন্দী পাকসেনাদেরকে ভারতীয় সেনারা সাথে করে নিয়ে যায় আর রাজাকারদের ভাগ্য ছেড়ে দেয় দেশীয় জনসাধারণের উপর।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত