নবীগঞ্জ বাজারে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও রাজাকার ক্যাম্প অপারেশন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ বাজারে কিছু রাজাকার ও মিলিশিয়া বাহিনী অবস্থান নেয়। তারা বাজারের বৈদ্যুতিক ট্রান্সফর্মার পাহারা দিত। বন্দর থানার বি এল এফ বাহিনীর গ্রুপ কমান্ডার আব্দুর রশীদের নেতৃত্বে মুক্তিযদ্ধারা বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি ধ্বংস করার জন্য নবীগঞ্জ বাজারে যান। এক্সপ্লোসিভ ও ডেটোনেটর ফিট করে ট্রান্সফর্মারটি ধ্বংস করেন। একজন রাজাকার ধরেন এবং সাত জন রাজাকারকে হত্যা করেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত