You dont have javascript enabled! Please enable it!

নবীগঞ্জে লোহিয়া পাট অফিস অপারেশন, নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জ বন্দর থানার নবীগঞ্জে লোহিয়া পাট অফিস মিলিশিয়া ও রাজাকারবাহিনী পালাক্রমে পাহারা দিত। মোঃ গিয়াসউদ্দিনের (নারায়ণগঞ্জ) নেতৃত্বে মোঃ নুরুজ্জামান, জামাল, সাহাবুদ্দীন খান, আজিজ রাজাকারদের লক্ষ্য করে গুলি করে। খৈয়াম নামে এক রাজাকার ঘটনাস্থলেই মারা যায়। অন্য রাজাকাররা খাদে পড়ে যায়। রাজাকারদের অস্ত্রগুলো মুক্তিযোদ্ধারা নিজেদের কব্জায় নিয়ে আসে। ক্যাম্পে ফেরার পথে আরো রাজাকারের সাক্ষাৎ পায়। তাদের ওপরও মুক্তিযোদ্ধারা অতর্কিত হামলা করে।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত