নবীনগরে পাকবাহিনীর নৌবহরে অ্যাম্বুশ, সাভার, ঢাকা
ঢাকা জেলার সাভার থানাধীন নবীনগর ইউনিয়নের একটি গ্রাম বিদ্যাকত। এখানে মুক্তিবাহিনীর দুটি গ্রুপ অবস্থান করছিল। এই মুক্তিযোদ্ধারা ১৯৭১ এর ২৪ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে বংশাল নদীতে চলাচলরত হানাদার বাহিনীর ১৭টি দেশীয় নৌবহরে অ্যাম্বুশ করে। মুক্তিযদ্ধাদের অতর্কিত আক্রমণের মুখে পাকসেনারাও মুক্তিযোদ্ধাদের ওপর গুলি চালায়। প্রায় আধ ঘন্টা ধরে চলা এ যুদ্ধে পাকসেনাদের ৫টি নৌকা ধ্বংস হয়ে যায় এবং পাকবাহিনীর প্রায় ৩৫ জন মারা যায় ও ৩০ জন হতাহত হয়। অন্যদিকে মুক্তিবাহিনীর পক্ষে কেউ হতাহত হয় নি।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত