You dont have javascript enabled! Please enable it!

নয়নপুরের যুদ্ধ, কুমিল্লা

নয়নপুর কুমিল্লা শহর থেকে উত্তরে ২-৩ কি.মি. দূরে সদর থানায় অবস্থিত। এখানে পাকিস্তানী সেনাদের শক্ত ঘাঁটি থাকায় তা ধ্বংস করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় স্টেশনের উত্তর দিক থেকে মুক্তিবাহিনীর ২ প্লাটুন একসাথে পাকিস্তানী অবস্থানের উপর আক্রমণ করে। যার নেতৃত্ব দেন মেজর খালেক। তবে এখানে পাকিস্তানীদের তীব্র আক্রমণে মুক্তিবাহিনী পিছু হটতে বাধ্য হয়। এবং ৭ জন মুক্তিবাহিনী শহীদ হয়। তাদের নাম জানা যায়নি।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!