নগরকান্দা থানা আক্রমণ ও বন্দুক উদ্ধার, ফরিদপুর
নগরকান্দা থেকে অস্ত্র উদ্ধারের দিন দশেক পর ওসি কার্তিক চন্দ্র কিছু পুলিশ নিয়ে থানায় এসে কার্যক্রম শুরু করেন। তবে তাদের কাছে কোনো রাইফেল ছিল না। এ সময় বন্দুকধারীদের থানায় বন্দুক জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। বেশ কিছু বন্দুক থানায় জমা হয়। ঐ সময় পেয়ে ৪ মে বেলা ১১ টায় আজিজ মোল্লার দলের ৪০ জন মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর নেতৃত্বে থানা ঘেরাও করে। মুক্তিযোদ্ধাদের অগ্রসর হতে দেখেই ওসি কার্তিক চন্দ্র পালিয়ে যায়। ভাঙ্গা সার্কেলের সিআই একজন দারোগা, একজন জমাদার এবং সিওকে (উন্নয়ন) ধরে ফেলা হয়। সেপাইদের শপথ পড়িয়ে স্ব স্ব এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। মুক্তিযোদ্ধারা সিআই’র বিরুদ্ধে: বিভিন্ন অভিযোগ থাকায় তাকে গুলি করে হত্যা করে। থানা থেকে একটি রিভলবার, ২৫টি সিভিল গানসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত