ধীরাশ্রমের যুদ্ধ, জয়দেবপুর, গাজীপুর
গাজীপুর জেলার জয়দেবপুর ও টঙ্গী রেলস্টেশন এর মধ্যবর্তী স্থানে ময়মনসিংহ রেললাইন বরাবর ধীরাশ্রম রেলওয়ে স্টেশন অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় গাজীপুর রেলস্টেশন ও রাজবাড়ী ছিল পাকবাহিনীর অস্থায়ী ক্যাম্প। ১৯৭১ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গাজীপুর জেলার প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা গাজীপুর ও ধীরাশ্রম স্টেশন এলাকার আশেপাশে অবস্থান নেয়। এই সংবাদ পেয়ে স্থানীয় রাজাকআর ও এ এলাকার পাকসেনারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবস্থানের ওপর আক্রমণ চালায়। ফলে ধীরাশ্রম এলাকার নলের পুকুরকে কেন্দ্র করে সম্পূর্ণ এলাকা বিক্ষিপ্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কিন্তু পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিহত করতে ব্যর্থ হলে ঢাকা থেকে হেলিকপ্টার গানশিপ এনে ধীরাশ্রম এলাকায় মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর উপর্যুপরি গুলিবর্ষণ করা হয়। ধীরাশ্রম যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গুলিতে জয়দেবপুর থানার দারোগাসহ বেশ কয়েকজন পাকসেনা নিহত হয়। এই যুদ্ধে পাকবাহিনীর গুলিতে আব্দুল মাজেদ নামে একজন মুক্তিযোদ্ধা ঘটনাস্থলেই শহিদ হন।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত