নওপাড়ায় যুদ্ধ, ফরিদপুর
ফরিদপুরের নওপাড়ার মুক্তিযোদ্ধারা পাকসেনাদের গাড়িতে হামলা চালালে কয়েকজন পাকসেনা নিহত হয়। আলাউদ্দিন, কাসেম মাস্টার, হেমায়েত (চরনারান্তিয়া)-এর শতাধিক মুক্তিযোদ্ধা নওয়াপাড়া অ্যামবুশ ছিলো। তিনটি জিপভর্তি পাকসেনারা বাগাট হয়ে নওপাড়ার রাস্তায় বোয়ালমারী অভিমুখে যাত্রাকালে তাদের নাগালের মধ্যে আসা মাত্রই দুটি এলএমজি এবং একশত রাইফেল একযোগে গর্জে উঠল, জিপ উল্টে গেল। ওরা জিপ থেকে নেমে পাল্টা গুলি করতে শুরু করে। কিন্ত মুক্তিযোদ্ধাদের আক্রমণের মধ্যে পাকসেনারা সহযোদ্ধাদের লাশ নিয়ে পশ্চাদপসরণ করে। পথিমধ্যে মাঠে কর্মরত তিনজন কৃষককে নির্মমভাবে হত্যা করে।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত