You dont have javascript enabled! Please enable it!

ধলঘাট রেলস্টেশন অপারেশন, চট্টগ্রাম

ধলঘাট রেলস্টেশন চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়ার মাঝমাঝি একটি যায়গা। এখান থেকে চট্টগ্রাম দোহাজারী রেল লাইন গেছে। পাকবাহিনীর চলাচল বাধাগ্রস্ত করাই এই অপারেশনের উদ্দেশ্য। ২৮ সেপ্টেম্বর আনুমানিক ৩:৩০ মিনিটে ২০ জনের একটি দল নিয়ে ৩ ভাগে ভাগ হয়ে যায় মুক্তিযোদ্ধারা। প্রথম দলের ৪ জন করে রেল স্টেশনের উত্তরে ও দক্ষিণে অবস্থান নেন। ১০ জনের আরেকটি দল পূর্ব পাশের ধানক্ষেতে অবস্থান নেন। দলীয় নেতার নির্দেশে প্রথম দলের ৫ জন ও দক্ষিণের ৫ জন ট্রেন আসা মাত্রই গুলিবর্ষণ শুরু করেন। তারা ট্রেনের নিরাপত্তা বাহিনীর ৯ জনকে বন্দি করেন এবং ৯ টি ৩০৩ রাইফেল উদ্ধার করা হয়। বন্দিদের মুক্তিযোদ্ধা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পড়ে তারা মুক্তিযোদ্ধা হয়ে দেশের জন্য যুদ্ধ করার শপথ করায় প্রশিক্ষণের জন্য পাশ্ববর্তী দেশ ভারতে পাঠিয়ে দেওয়া হয়। অন্যতম একটি সফল অভিযানের শেষ হয়।
[৫৯৭] কে. এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত