You dont have javascript enabled! Please enable it!

ধল্লাব্রিজে অভিযান, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধল্লাব্রিজ অবস্থিত। এই ব্রিজ পাহারার কাজে নিয়োজিত ছিল দু’পাশে ১০ জন করে মোট ২০ জন রাজাকার বাহিনীর সদস্য। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হান্দার বাহিনীর ট্রাক, জিপ ঢাকা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন স্থানে আসা যাওয়া করত। এছাড়াও ব্রিজের পাহারাদার রাজাকাররা নিরীহ পথচারিদেরও আশেপাশের গ্রামের লোকদের অত্যাচার, নির্যাতন করত এবং তাঁদের সর্বস্ব লুট করত। এই ধরনের অভিযোগ শোনার পর বাতেন বাহিনীর প্রধান খন্দকার আব্দুল বাতেন ধল্লা ব্রিজ আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে।
অভিযান পরিচালনার জন্য ব্রিজের খুঁটিনাটি বিবরণ সহ বিস্তারিত তথ্যাবলী সংগ্রহ করেন। একটি ছিপ নৌকায় ২৫ জন রেখে ২০ জনকে সঙ্গে নিয়ে আব্দুল বাতেন ব্রিজে অগ্রসর হন। প্রত্যেক হাজী সাহেবদের পোশাক পরিধান করে শর্ট আর্মসে সুসজ্জিত হয়ে ১০ জন করে দু’টি দলে বিভক্ত হয়। পরিকল্পনা অনুসারে অধিনায়কের নেতৃত্বাধীন ১০ জনের অগ্রগামী দলকে অপর ১০ জনের দল অনুসরণ করে। অগ্রগামী দল ব্রিজের দক্ষিণ পাশের রাজাকার দলকে আকস্মিকভাবে আক্রমণ করে হাত মুখ বেঁধে তাঁদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেয়। ৫ মিনিটের মধ্যে ২০ জন রাজাকার বদনি করে বাতেন বাহিনীর বীর যোদ্ধারা ছিপ নৌকা নিয়ে দ্রুত গতিতে সরে পড়ে।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!