ধানকোড়ায় হামলা, মানিকগঞ্জ
১৯৭১ সালে ১৫ ডিসেম্বর, সাটুরিয়া থানার আটিগ্রাম ক্যাম্পের মুক্তিযোদ্ধারা, নয়াডিঙ্গী ব্রিজের পাশে, ধানকোড়া গ্রামে, এক পাকসেনাদলের উপর হামলা চালায়। এই পাকসেনাদলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে আরিচা থেকে ফিরতে থাকলে মুক্তিযোদ্ধারা দুটি উপদলে বিভক্ত হয়ে তাঁদের উপর আক্রমণ চালায়। এ অপারেশনে পাকিস্তানীদের গুলিতে মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ ও মোহাম্মদ আলী কানসুন শহীদ হন।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত