You dont have javascript enabled! Please enable it!

ধানকোড়ায় হামলা, মানিকগঞ্জ

১৯৭১ সালে ১৫ ডিসেম্বর, সাটুরিয়া থানার আটিগ্রাম ক্যাম্পের মুক্তিযোদ্ধারা, নয়াডিঙ্গী ব্রিজের পাশে, ধানকোড়া গ্রামে, এক পাকসেনাদলের উপর হামলা চালায়। এই পাকসেনাদলটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে আরিচা থেকে ফিরতে থাকলে মুক্তিযোদ্ধারা দুটি উপদলে বিভক্ত হয়ে তাঁদের উপর আক্রমণ চালায়। এ অপারেশনে পাকিস্তানীদের গুলিতে মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ ও মোহাম্মদ আলী কানসুন শহীদ হন।
[৫৯৪] তানজিলা তাওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত