দৌলতপুর থানায় আক্রমণ, খুলনা
১৯৭১ সালের ১৭ মে মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের নেতৃত্বে রাত দু’টোর সময় বাতেন বাহিনীর দুঃসাহসী যোদ্ধারা দৌলতপুর থানা আক্রমণ করে। দৌলতপুর থানা প্রতিরক্ষার কাজে নিয়োজিত পা মিলিশিয়া ও পুলিশ বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় তিন ঘন্টাব্যাপী প্রচণ্ড সংঘর্ষ হবার পর শক্র বাহিনীর সদস্যরা প্রচুর লাশ, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায়। এরপর মুক্তিযোদ্ধারা দৌলতপুর থানায় স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত