You dont have javascript enabled! Please enable it!

ধরগাঁও গ্রামে অপারেশন, নারায়ণগঞ্জ

আড়াইহাজার ও রূপগঞ্জের বর্ডার এলাকা ধরগাঁও। ধরগাঁও গ্রামে পাকসেনারা ঢুকে জোর জবরদস্তি করে মেয়েদের অত্যাচার ও হাঁস-মুরগি ধরে নিয়ে যেত। নভেম্বর মাসে আড়াইহাজার থানার সহকারী কমান্ডার মোঃ ওয়াজউদ্দীনের নেতৃত্বে বাতেন, নুরুল ইসলাম, মোঃ রেজাউল করিম পাকসেনাদের অতর্কিত আক্রমণ করেন। মুক্তিযোদ্ধারা রাস্তার দু’পাশে ভাগ হয়ে যুদ্ধ করেন। পড়ে পাকসেনারা পিছু হটে যায়। ঐদিন একটু পড়ে মোঃ ওয়াজউদ্দীন দেখতে পান ভুলতা আর্মি ক্যাম্প থেকে একজন লোক ধরগাঁও গ্রামে ঢুকে দুটো বয়স্ক লোকের পাশে এসে বসে। মনে সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে গিয়ে লোকটির পেছনে স্টেনগানের নল ঠেকিয়ে তুলে নিয়ে আসেন। রাজাকারটির কাছ থেকে আড়াইহাজার থানার মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও মুক্তিযোদ্ধাদের অবস্থানের ম্যাপ পাওয়া যায়। তিনি ঘটনাটা আড়াইহাজার থানা কমান্ডার আব্দুস সামাদকে অবগত করলে থানা কমান্ডার রাজাকারটির ব্যাবস্থা নেন।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!