You dont have javascript enabled! Please enable it!

ধরঞ্জী বাজার পাকসেনা ক্যাম্প আক্রমণ, পাঁচবিবি

ধরঞ্জী বাজার এলাকাটি পাঁচবিবি হতে ৭-৮ কিলোমিটার পশ্চিম-উত্তরে ভারতীয় সীমানা হতে ১.৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। ১৯৭১ সালের জুলাই মাসের দিকে ধরঞ্জী বাজারে এক প্লাটুন পাকিস্তানী সৈন্য ক্যাম্প স্থাপন করে। সীমান্ত হতে ধরঞ্জী বাজার এলাকাটি গাছপালা ও জঙ্গলে পরিপূর্ণ যা মুক্তিবাহিনীর চলাচলে বিশেষ সুবিধাজনক ছিল। কিন্ত পাকবাহিনী এই স্থানে ক্যাম্প স্থাপন করলে সাধারণ জনগণ ও মুক্তিযোদ্ধাদের ভারত যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে মুক্তিযোদ্ধারা ধরঞ্জী বাজারে স্থাপিত পাকবাহিনীর ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করে। স্থানীয় জনগণের সাথে আলোচনা করে জানা যায় যে, এলাকায় নির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য যুদ্ধ সংঘটিত হয়নি। তবে পাকিস্তানী বাহিনীকে নাজেহাল ও হয়রানির মাধ্যমে মনোবল ধ্বংস করার জন্য মুক্তিবাহিনী প্রায়শই সীমিত আবাসের অনুল্লেখ্য অভিযান পরিচালনা করত। এসব অভিযানে উভয়পক্ষের হতাহত হওয়ারও কোনো সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!