ধর্মগঞ্জে রাজাকার হত্যা, নারায়ণগঞ্জ
সেপ্টেম্বর মাসে জাজিরা নামক স্থানে নৌকায় বুড়িগঙ্গা নদী পার হয়ে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও শুকুর আহম্মেদ পায়ে হেঁটে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ আসে। মুক্তিযোদ্ধারা আগেই সংবাদ পান রাজাকার সালাম দেওয়ান ধর্মগঞ্জ বাজারের মানুষের জিনসপত্র লুটপাট করে এবং বাজারে একটি দোকান মাওলা টেক্সটাইলের সামনে রাজাকারটি অবস্থান করে। মুক্তিযোদ্ধা দু’জন বাজারে এসে চারদিকে ভালো করে ঘুরে ফিরে দেখে সাধারণ লোকজনকে সরে যেতে বলেন। আরেক রাজাকার কুদ্দুস মেম্বার আমিনুল ইসলামের এস এল আর দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সালাম দেওয়ানকে না পেয়ে ফিরে যাবার পথে আরেক রাজাকারকে হত্যা করেন আমিনুল ইসলাম।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত