দোজ গ্রামে অ্যামবুশ, নেত্রকোনা
দোজ গ্রামটি ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমা বর্তমানে নেত্রকোনা হেলার আটপাড়া থানার অন্তর্গত। এই গ্রামের ভিতর দিয়ে আটপাড়া থানার সাথে মদন থানার যোগাযোগের একটি কাঁচা রাস্তা আছে। আটপাড়া থানায় পাকিস্তান রেঞ্জার্স এবং রাজাকারের কিছু সদস্যের অবস্থান ছিল। পাকবাহিনীর এই সহযোগী দলের সদস্যরা আটপাড়া থানা থেকে মদন থানায় প্রায়ই টহল দানের লক্ষ্যে যাতায়াত করত।
২৭ নভেম্বর তুরা মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নানের নেতৃত্বে ২৫ জন মুক্তিযোদ্ধারা একটি দল দোজ গ্রামে এই টহল দলের অপেক্ষায় সকাল ১১টার দিকে টহল দলের সদস্যরা মুক্তিবাহিনীর কাছাকাছি আসার সাথে সাথে মুক্তিবাহিনী আক্রমণ চালায়।
পাকবাহিনীর পাল্টা আক্রমণে মুক্তিবাহিনী অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর সদস্য শাহাদাত বরণ করেন।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন-আবদুল হান্নান, মোখলেছুর রহমান (শহীদ), মঞ্জু মিয়া, শহর উদ্দিন প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত