দোহার থানা আক্রমণ, মুন্সিগঞ্জ
দোহার থানা, ঢাকা জেলার সর্ব দক্ষিণে ধলেশ্বরী নদিড় পশ্চিম পাড়ে অবস্থিত। ২৭ সেপ্টেম্বর বেলা প্রায় ২টা ৩০ মিনিটে মুক্তিবাহিনীর প্রায় ৩০ জনের একটি গেরিলা দল মোগল বাজার থেকে শুকনো রশদ নিয়ে দোহার থানার ক্যাম্পে ফিরে আসার সময় পাক সৈন্যবহরে প্রচণ্ড আক্রমণ করে। এতে ১৪ জন পাকসেনা নিহত এবং ৮ জন মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হয়নি।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত