You dont have javascript enabled! Please enable it!

দাসকান্দি গ্রামের যুদ্ধ, মানিকগঞ্জ

দাসকান্দি, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার একটি গ্রাম। এ এলাকার মুক্তিযাদ্ধোরা গাপেন সংবাদ পান যে পাকসেনারা পানশি নৌকা যােেগ পদ্মা নদী পথে গায়োলন্দ হতে দাসকান্দি গ্রামে আসবে। এ খবর পেয়ে মানিকগঞ্জের তৎকালীন মুক্তিযাদ্ধো ক্যাপ্টেন হালিম চৌধুরীর নির্দেশে প্রিন্সিপাল আঃ রউফ খানের নেতৃত্বে মুক্তিযাদ্ধোরা দাসকান্দি গ্রামের নদীর তীরে পরিখা খনন করে অবস্থান নেয়। ৮ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে পাকসেনাদের নৌকা তীরের নিকটবর্তী হলে মুক্তিযাদ্ধোরা ফায়ারিং শুরু করে। এরপর পাকসেনা ও মুক্তিযাদ্ধোদের মধ্যে ২০/২৫ মিনিট যুদ্ধের পর পানশি নৌকা পদ্মা নদীতে ডুবে যায় এবং আনুমানিক ৩০/৩৫ জন পাকসেনা নিহত হয়। এ যুদ্ধে মুক্তিযাদ্ধো এনায়েত মোল্লা গুরুতরভাবে আহত হন।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!