দিনারপুর অপারেশন, হবিগঞ্জ
সুশীল চন্দ্র দেবের নেতৃত্বে বিরাট বাহিনী নবীগঞ্জ থানার সুপ্রসিদ্ধ এলাকা দিনারপুরে পৌঁছুলে সেখানকার জনগণ তাদের স্বাগত জানান এবং শান্তিকমিটির নেতা রাজা কাজী ও রাজাকারদের অত্যাচার থেকে রক্ষার অনুরোধ জানান। মুক্তিযোদ্ধারা রাজা কাজীর বাড়ি ঘেরাও করে। কিন্তু এই দস্যুপ্রবর বুঝতে পেরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ঘরের পিছন দিক দিয়ে চোরাপথে পালিয়ে যায়। তাকে ধরা সম্ভব হয়নি। ৫ ডিসেম্বর সুশীল চন্দ্র দেবের নেতৃত্বাধীন এই বাহিনী শতক প্রাথমিক বিদ্যালয়ে অপারেশন পরিচালনা করে। এখানে তখন ৫৭ জন রাজাকার অবস্থান করত। ৩৪টি রাইফেলসহ অন্যান্য প্রয়োজনীয় অস্ত্র তাদের ছিল। মুক্তিযোদ্ধারা অতর্কিত বিদ্যালয় গৃহ আক্রমণ করলে কোনো রকম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তলার বা পালিয়ে যাবার সুযোগ তারা পায়নি। চারদিক থেকে বিদ্যালয় গৃহটি ঘেরাও করবার পর মুক্তিযোদ্ধারা তাদের প্রতি আত্মসমর্পণ করবার আহবান জানান। গুলি ছোঁড়া মানে নিশ্চিত মৃত্যু অন্যদিকে পালাবার পথ বন্ধ করে এবং ৩৪টি ৩০৩ রাইফেল ও অন্যান্য অস্ত্রশস্ত্র হস্তগত করে। এ ঘটনার পর দিনারপুর পরগনার মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীর পিতা মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানান।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত