You dont have javascript enabled! Please enable it! দারিয়াপুর ব্রীজ ধ্বংস, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

দারিয়াপুর ব্রীজ ধ্বংস, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দারিয়াপুর গ্রাম। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের উপর দারিয়াপুর ব্রিজটির অবস্থান । সুন্দরগঞ্জ যাওয়ার জন্য এই ব্রিজের ওপর দিয়েই পাকিস্তানীরা বেশি যাতায়াত করতো। সমস্ত সুন্দরগঞ্জ থানার লোকজনকে রক্ষা করা এবং মুক্তিযাদ্ধোদের নিরাপদ থাকার জন্য মুক্তিযযাদ্ধারা এই ব্রিজটি ধ্বংস করার পরিকল্পনা করে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে তার কোম্পানী দুইভাগে বিভক্ত হয়ে ব্রিজের উত্তর প্রান্ত থেকে শত্রু অবস্থানে আক্রমণ করে। রাত বারাটো থেকে ভারে তিনটা পর্যন্ত তুমুল যুদ্ধের পর শত্রু পশ্চিম দিকে পলায়ন করে। ব্রিজটি শত্রুমুক্ত হওয়ার পর ব্রিজটিতে চার্জ লাগিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
[৫৯৬] অমিত কুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত