You dont have javascript enabled! Please enable it!

দালালবাজার যুদ্ধ, লক্ষ্মীপুর

দালালবাজার ইউনিয়নটি লক্ষ্মীপুর সদর থেকে ৮ কি.মি. উত্তর-পশ্চিমে । এই বাজারের ভেতরই দালালবাজার হুলটিতে রাজাকাররা ক্যাম্প স্থাপন করে। পরিকল্পনা অনুযায়ী ২৬ মে মুক্তিযাদ্ধোরা বিকেল চারটায় ক্যাম্পে আক্রমণ করে । উভয় পক্ষে প্রচন্ড গুলি বিনিময় হলেও এক পর্যায়ে রাজাকাররা পিছু ফিরতে বাধ্য হয়। এ যুদ্ধে বেশ কিছু রাজাকার হতাহত হয় তবে মুক্তিযাদ্ধোদের ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!