You dont have javascript enabled! Please enable it! থি নট থি রাইফেল - সংগ্রামের নোটবুক

থ্রি নট থ্রি

সাধারণ রাইফেলকে, যা পুরনো ধাচের এবং সহজেই বহনযোগ, তাকেই বলা হয় ‘থি নট থি রাইফেল’। এই নামটি এসেছে মূলত অ-স্বয়ংক্রিয় রাইফেলটিতে যে বুলেট ব্যাবহার করা হয় তারই মাপ থেকে। প্রাচীন এই অস্ত্রের ব্যাপক ব্যবহার হয় দ্বিতীয় মহাযুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রাথমিক ভাবে থ্রি নট থ্রি রাইফেল দিয়েই প্রাথমিক প্রশিক্ষণ নিতে হয়েছে। শুধু তাই নয়, আধুনিক অস্ত্রের জোগান কম ছিল বলে বেশির ভাগ মুক্তিযোদ্ধারই সম্বল ছিল থ্রি নট থ্রি রাইফেল। মুক্তিবাহিনীর কাছে মান্ধাতা আমলের হলেও এই অস্ত্র ছিল খুবই প্রিয়। কারণ এটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রথম হাতিয়ার। বেশির ভাগ ক্ষেত্রে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তারা শুধুমাত্র থ্রি নট থ্রি রাইফেল দিয়েই রুখে দাঁড়াতো। ফলে স্বাভাবিক ভাবেই হতাহতের সংখ্যা বেশই হতো। এর পরও থ্রি নট থ্রি রাইফেল হয়েছিল সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রধান মরণাস্ত্র।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত