You dont have javascript enabled! Please enable it!

দর্শনার যুদ্ধ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া

বাংলাদেশের অন্যান্য স্থানের মতো তৎকালীন কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমার অন্তর্গত সাধারণ এলাকা দর্শনাতে গড়ে ওঠে প্রবল প্রতিরোধ। দর্শনা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী একটা মফস্বল শিল্প শহর। মেজর এমএ ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের কমান্ডার হিসেবে এ এলাকায় কর্মরত ছিলেন। (মার্চ থেকে আগস্ট ১৯৭১ পর্যন্ত) পরবর্তীতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এমএ মঞ্জুর এই সেক্টরের দায়িত্বে ছিলেন। অফিসারদের মধ্যে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান (পরবর্তীতে সেনাপ্রধান) অত্র এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। এই এলাকার মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ডযুদ্ধের মধ্যে দর্শনার যুদ্ধ অন্যতম।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!